Site icon Jamuna Television

বোল্ট-গ্র্যান্ডহোমকে ছাড়াই ভারত সফরের দল ঘোষণা

প্যাটেল, সমারভিলদের নিয়ে স্পিন নির্ভর একাদশ কিউইদের। ছবি: সংগৃহীত

ভারত সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তবে টেস্ট দলে নেই ট্রেন্ট বোল্ট এবং কলিন ডি গ্র্যান্ডহোমকে পাচ্ছে না নিউ জিল্যান্ড। টানা জৈবসুরক্ষা বলয়ে থাকার ধকল এড়াতে নিজেদের সরিয়ে নিয়েছেন তারা।

অধিনায়ক কেন উইলিয়ামসনের অধীনে ভারত সফরের দলে আছেন হেনরি নিকোলস, রস টেইলর, উইল ইয়াং, নিল ওয়্যাগনার। ৩ স্পেশালিষ্ট স্পিনার আইজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার ও উইলিয়াম সমারভিলের সাথে রয়েছেন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস।

পেস আক্রমণে থাকছেন টিম সাউদি, নিল ওয়্যাগনার ও কাইল জেমিসন। উইকেটকিপার হিসেবে দলে আছেন টম ব্লান্ডেল। তার বিকল্প হিসেবে থাকছেন ডেভন কনওয়ে। সফরে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড দল।

Exit mobile version