Site icon Jamuna Television

আলুর ওজন ৮ কেজি

কলিন ও ডোনা ক্রেইগ দম্পতি তাদের বাগানে পেয়েছেন বিশালাকৃতির এ আলু।

এক আলুর ওজন কিনা ৮ কেজি! বিশালাকৃতির এ আলুটি আলোড়ন ফেলল গোটা নিউজিল্যান্ডে।

চলতি সপ্তাহে হ্যামিলটনে কলিন-ডোনা দম্পতির নিজস্ব সবজি বাগানে মেলে আলুটির সন্ধান। বাগানের আগাছা পরিষ্কারকালে কোদালে কিছু বাধলে মাটি খুঁড়তে শুরু করেন তারা। এক পর্যায়ে মাটির কিছুটা গভীর থেকে বেরিয়ে আসে বিশালাকার এই আলুটি।

ছোটখাট একটি কুকুরের সমান হওয়ায় তারা আলুটির নাম দিয়েছেন ‘ডগ’। সম্প্রতি আলুটি উন্মুক্ত করা হয়েছে সাধারণ মানুষের জন্য। বিভিন্ন এলাকা থেকে আলুটি দেখতে ছুটে আসছেন দর্শনার্থীরা। ধারণা করা হচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় আলু এটি। ইতোমধ্যে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ আলুটিকে পৃথিবীর সবচেয়ে বড় আলু’র স্বীকৃতি দিতে আবেদনও করেছেন এ দম্পতি। বর্তমানে এ সর্ববৃহত আলুর রেকর্ড হিসেবে স্বীকৃত আলুটির ওজন ৫ কেজি। নিউজিল্যান্ডে পাওয়া আলুটির ওজন আগেরটির থেকে ৩ কেজি বেশি।

Exit mobile version