Site icon Jamuna Television

নবাবগঞ্জে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরহেদ উদ্ধার

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, হাফিজুর রহমান ও তার স্ত্রী ফেন্সি আরা।

শুক্রবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার নির্শা কাজলদিঘী গ্রামে নিহতদের শয়ন কক্ষ থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। এসময় শয়ন কক্ষ দু’টিতে আসবাবপত্র তছনছ অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলো।

স্থানীয়দের ধারণা, রাতে কোনো একসময় দুর্বৃত্তরা তাদের হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। নিহতের স্বজনরা বলছেন, নিহত হাফিজুর রহমান জমি কেনার জন্য বেশ কিছু টাকা ব্যাংক থেকে তুলে এনে বাসায় রেখেছিলেন। এদিকে এটি ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা এখনো জানাতে পারেনি পুলিশ।

নিহতের স্বজনরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে এক মাংস বিক্রেতা বাসায় মাংস দিতে এসে তাদের লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, হত্যার প্রকৃত কারণ উদঘাটনে সিআইডি’র একটি টিম দিনাজপুর থেকে রওনা দিয়েছে। তারা এসে লাশটি ঘর থেকে বের করে প্রাথমিক সুরতহাল করবে।

Exit mobile version