Site icon Jamuna Television

৩য় শ্রেণির ক্রিকেটেও এত জঘন্য ব্যাটিং দেখা যায় না: বাংলাদেশের ব্যাটিং নিয়ে মার্ক ওয়াহ

টাইগারদের ব্যাটিংকে ৩য় শ্রেণীর ক্রিকেটের চেয়েও জঘন্য বললেন সাবেক অজি ওপেনার মার্ক ওয়াহ।

টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন ইতোমধ্যেই শেষ হয়েছে বাংলাদেশের, একরাশ হতাশা বুকে নিয়ে আজ দেশে ফিরছে টাইগাররা। বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে কটাক্ষ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মার্ক ওয়াহ।  

টাইগারদের ব্যাটিংকে একবাক্যে জঘন্য বলেছেন তিনি। মার্ক ওয়াহের মতে, মাত্র ৭৩ রানেই অলআউট হওয়ার মত অত ভালো বোলিং করেনি অস্ট্রেলিয়া। তৃতীয় শ্রেণির ক্রিকেটেও আপনি এত অপেশাদারী ও জঘন্য ব্যাটিং দেখবেন না।

মার্ক ওয়াহ আরও বলেন, ‘এটা জঘন্য ব্যাটিং পারফরম্যান্স ছিল, বাংলাদেশের ব্যাটিং আন্তর্জাতিক মানের মনে হয়নি একবারও। বিষয়টা খুবই লজ্জাজনক। পুরো ম্যাচে ব্যাটারদের থেকে কোনো সাহায্যই পায়নি বাংলাদেশ।

Exit mobile version