Site icon Jamuna Television

করোনা নিয়ে লিখে কারাবন্দি সেই চীনা সাংবাদিক মৃত্যুর মুখে!

চীনের উহানের করোনা পরিস্থিতি নিয়ে লেখালেখির অভিযোগে কারাবন্দি ‘সিটিজেন জার্নালিস্ট’ ঝ্যাং ঝান জেলে বসেই চালিয়ে যাচ্ছেন আমরণ অনশন করছেন। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন ও মৃত্যুঝুঁকি প্রবল বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে। খবর এএফপির।

শুক্রবার প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে চীনে যখন করোনার প্রকোপ তীব্র, তখন ঝ্যাং ঝান কর্তৃপক্ষকের কাছে এর জবাবদীহিতা চেয়েছিলেন। নিজের স্মার্টফোনে ভিডিও করে সবার সামনে তুলে ধরতে চেয়েছিলেন কীভাবে সংক্রমণের ধাক্কা সামলাতে ব্যর্থ হয়েছে প্রশাসন। এই অভিযোগে গত বছরের মে মাসে তাকে আটক করা হয়। পরে ডিসেম্বর মাসে তাকে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।

আদালতের রায়ের বিরুদ্ধে সাবেক আইনজীবী বার্তা সংস্থা আমরণ অনশন শুরু করেন। সেই কারণেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। সাংহাই কারা কর্তৃপক্ষ জোর করে তার নাকে পাইপ ঢুকিয়ে খাওয়ালেও শরীর ভেঙে পড়েছে তার। নিজে নিজে হাঁটাচলা তো দূরে থাক হাত তুলতেও পারছেন না ঝ্যাং ঝান।

তার ভাই ঝ্যাং জু খুদে ব্লগিং সাইট টুইটারে তার ভ্যারিফাইড এ খবর জানিয়ে লিখেছেন, এভাবে আসন্ন শীতকাল পার করাটা তার বোনের জন্য কষ্টকর হয়ে পড়বে। তার বোন সম্ভবত বেশিদিন বাঁচবেন না।

তবে ঝ্যাং জু, তাদের মা কিংবা সাংহাই কারা কর্তৃপক্ষের সঙ্গে এএফপির তরফ থেকে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এদিকে, ঝ্যাং ঝানের শারীরিক পরিস্থিতি নিয়ে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো থেকে করা ঝ্যাং ঝানের মুক্তির আবেদন নাকচ করে দিয়েছে তারা।

Exit mobile version