Site icon Jamuna Television

দক্ষিণ চীন সাগরে সাবমেরিন দুর্ঘটনায় ৩ মার্কিন কমান্ডার বরখাস্ত

ছবি: সংগৃহীত

গেলো মাসে দক্ষিণ চীন সাগরে দুর্ঘটনার কবলে পড়া সাবমেরিনের তিন কমান্ডারকে বরখাস্ত করলো মার্কিন নৌবাহিনী। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির নৌবাহিনীর কর্তৃপক্ষ।

মাসব্যাপী তদন্তের পর এক কমান্ডার, নির্বাহী কর্মকর্তা ও শীর্ষস্থানীয় নাবিককে বরখাস্তের এ সিদ্ধান্ত নিলো তারা। জানায়- সাবমেরিন কর্মকর্তাদের পক্ষে দুর্ঘটনাটি এড়ানোর সুযোগ ছিল। সঠিক সিদ্ধান্ত গ্রহণ, বিচক্ষণতা ও দলগত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কাটাতে পারতো ঝুঁকি।

গেলো ২ অক্টোবর ইউ-এস-এস কানেকটিকাট নামের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনটি সাগরের তলদেশে থাকা একটি পর্বতের সাথে ধাক্কা খায়। এতে আহত হন সাবমেরিনের ১১ নাবিক। মূলত, দক্ষিণ চীন সাগরের ছোট দ্বীপগুলোর মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে অঞ্চলটিতে নিয়মিত মহড়া চালিয়ে আসছে মার্কিন নৌবাহিনী।

ইউএইচ/

Exit mobile version