Site icon Jamuna Television

শ্রাবন্তীর কোলে শাকিব-অপুর সন্তান

দেশ ও দেশের বাইরে দুই জায়গাতেই অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শাকিব খান। সম্প্রতি অপু বিশ্বাসের সাথে বিবাহ বিচ্ছেদ কার্যকরের পর যেন আরও ব্যস্ত শাকিব। এবার আলোচনায় এলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর ও শিশুপুত্র আব্রাহাম খান জয়ের সাথে তোলা একটি ছবি নিয়ে।

‘ভাইজান এলো রে’ নামের একটি ছবির শুটিংয়ে কলকাতায় রয়েছেন শাকিব খান। ছুটি কাটাতে সেখানে পুত্র আব্রাহাম খান জয়কে নিয়ে যান শাকিবের সদ্য সাবেক স্ত্রী অপু বিশ্বাসও। সেখানেই বাবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে জয়ের। শুধু বাবাই নয়, বাবার নতুন ছবির নায়িকা শ্রাবন্তীর সঙ্গেও দেখা হয় তার।

সে সময় শ্রাবন্তী জয়কে কোলে নিয়ে মেতে উঠেন খুনসুটিতেও। রাজপুত্রের মত চেহারার জয়কে নিয়ে ভাইজন এলো রে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের সকল কলাকুশলীই যেন মেতে উঠেন সে সময়। সুপারস্টারপুত্র জয়কে কোলে নিয়ে সবাই ফটোসেশনেও মেতে উঠেন তারা। ছবিগুলো আবার এসকে মুভিজের ফেসবুক পেজে শেয়ার দেয়া হয়। যথারীতি হয়ে যায় ভাইরাল।

এক প্রতিক্রিয়ায় শাকিব জানান, শুটিংয়ের কারণে অনেক দিন ছেলের সাথে দেখা হয় না। সবাই আমার জয়ের জন্য দোয়া করবেন।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version