Site icon Jamuna Television

আবারও এনসিবিতে আরিয়ান

ছবি: সংগৃহীত

শাহরুখপুত্র আরিয়ান মাদক মামলায় কারামুক্ত হওয়ার পর আবারও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কার্যালয়ে যান। আদালতের শর্ত মেনে সাপ্তাহিক হাজিরার দিতেই শুক্রবার (৫ নভেম্বর) এনসিবি কার্যালয়ে গিয়েছিলেন তিনি। প্রতি শুক্রবার হাজিরা দেয়া ছাড়াও জামিনের পর বেশকিছু নিয়ম মেনে চলতে হবে আরিয়ানকে।

২ অক্টোবর মাদককাণ্ডে ফাঁসেন আরিয়ান। এরপর টানা ১৬ ঘণ্টার জেরার পর ৩ অক্টোবর আরিয়ান গ্রেফতার হন। টানা ২৬ দিন পর ২৮ অক্টোবর মুম্বাইয়ে হাইকোর্টে জামিন পান এ স্টারকিড। জামিনে মুক্ত হওয়ার পরও ১৪টি শর্ত পালন করতে হবে আরিয়ানকে।  

শুক্রবার (৫ নভেম্বর) বেলা এগারোটার দিকে এনসিবির অফিসে হাজিরা দিতে আসেন আরিয়ান। এদিন ছাড়াও প্রতি শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এনসিবির কার্যালয়ে হাজিরা দিতে হবে তাকে।

শর্ত অনুযায়ী, দেশ ছেড়ে যেতে পারবেন না আরিয়ান। তার পাসপোর্টও জমা নেয়া হয়েছে। দেশ ছেড়ে যেতে পারবেন না ঠিকই, কিন্তু শহর ছাড়তে পারবে।

Exit mobile version