Site icon Jamuna Television

প্রতিদিন দাড়ি কামালে পড়তে পারেন বিপদে!

ছবি: সংগৃহীত।

কর্মক্ষেত্রের কারণেই হোক, কিংবা ব্যক্তিগত পছন্দেই হোক, অনেক পুরুষই প্রতিদিন দাড়ি কামান। কিন্তু কতটা ভালো এ অভ্যাস সে সম্পর্কে সম্প্রতি হেলথলাইন জার্নালে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, চিকিৎসকেরা জানাচ্ছন, দাড়ি কামালে, লোমকূপের গোড়াগুলো উন্মুক্ত হয়ে যায়। ফলে সেখানে বিভিন্ন জীবাণু বাসা বাঁধে, সংক্রমণ ঘটায়। দাড়ি না কামালে ক্রমশ উন্মুক্ত গোড়াগুলো বন্ধ হয়ে আসে এবং জীবাণুগুলোও মরে যায়। কিন্তু প্রতিদিন দাড়ি কামালে গোড়াগুলো বন্ধ হতে পারে না। সংক্রমণ বাড়তে থাকে।

চিকিৎসকদের দাবি, নিয়মিত দাড়ি কামালে ত্বকের সাধারণ সংক্রমণ হতেই পারে। এতে ত্বক লাল হয়ে যায়। চুলকানি বাড়তে থাকে। কিন্তু দীর্ঘ দিন ধরে এ অবস্থা চলতে থাকলে তা বড় রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

এ সমস্যা থেকে বাঁচতে চিকিৎসকদের পরামর্শ হচ্ছে, ১-২ দিন পরপর দাড়ি কামান। কামানোর আগের রাতে ত্বকে অল্প ক্রিম লাগাতে পারেন। কামানোর সময় ভালো করে জেল বা শেভিং ক্রিম মাখিয়ে নিতে পারেন। এতে সংক্রমণের আশঙ্কা কিছুটা কমে।

Exit mobile version