Site icon Jamuna Television

বাঁচা মরার লড়াইয়ে স্কটল্যান্ডকে চেপে ধরেছে ভারত

ছবি: সংগৃহীত

সেমিফাইনালে যেতে হলে জিততে হবে বাকি দুই ম্যাচ, এছাড়া নিউজিল্যান্ডকে হারতে হবে আফগানিস্তানের সাথে, এমন সমীকরণ সামনে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমেছে ভারত। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ ওভার ৫ বলের মাথায় তুলে নিয়েছে স্কটল্যান্ডের ৪টি উইকেট।

স্কটল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন কাইল কোয়েজার ও জর্জ মুনসি। ভারতের হয়ে বোলিং শুরু করেন জসপ্রীত বুমরাহ। প্রথম ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে দলের হয়ে রানের খাতা খোলেন মুনসি। শেষ বলে হাঁকান ছক্কাও। কিন্তু বেশিক্ষণ তাদের জুটি স্থায়ী হতে দেয়নি বুমরাহ। ২.৩ ওভারে কাইল কোয়েটজারকে বোল্ড করেন জসপ্রীত বুমরাহ। ৭ বলে ১ রান করে মাঠ ছাড়েন স্কটিশ ওপেনার। এরপর আশ্বিনের ওভারে রীতিমতো তাণ্ডব চালায় মুনসি। ওভারের শেষ তিন বলে তিন চারে ১২ রান তুলে নেয় এই ব্যাটার। শেষমেশ শামির বলে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরার আগে করেন ১৯ বলে ২৪ রান।

মুনিস ফিরে যাওয়ার পরই শুরু হয় জাদেজার ঘূর্ণি। এক ওভারেই সাজঘরে ফেরান ব্যারিংটন ও ক্রসকে।

শেষ খবর পর্যন্ত ৯ ওভার শেষে স্কটল্যান্ডের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৬ রান।

Exit mobile version