Site icon Jamuna Television

‘ডিজেল-কেরোসিনের দাম আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখেই বাড়ানো হয়েছে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখেই ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানী স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ষড়যন্ত্র করে নয়, জনগণের ভোটে নির্বাচিত হয়েই বারবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ। তাই এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। রোববারের বৈঠকে পরিবহন ধর্মঘটের বিষয়ে শান্তিপূর্ণ সমাধান আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ইউএইচ/

Exit mobile version