Site icon Jamuna Television

পিকনিকের বাসের সাথে সংঘর্ষে নিহত মোটরসাই‌কেল চালক, আগুনে পুড়ে গেলো বাইক

স্টাফ রি‌পোর্টার, পটুয়াখালী:

পটুয়াখালীতে পিক‌নিক পা‌র্টির বা‌সের সা‌থে সংঘ‌র্ষে মারা গে‌ছেন মোটরসাইকেল চালক ব‌্যবসায়ী শা‌মিম বিশ্বাস (৩৫)। এ সময় আগুন লে‌গে পু‌ড়ে যায় তার ব্যবহৃত বাইক‌টিও।

শুক্রবার বি‌কেল তিনটার দি‌কে পটুয়াখালীর বদরপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘ‌টলে বি‌কেল পাঁচট‌ার সময় পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে শা‌মিম বিশ্বাস মারা যায়। সদর থানা পু‌লিশ ঘটনাস্থল থে‌কে পিকনিক পার্টির বাস‌টি জব্দ কর‌লেও চালক ও হেলপার পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, ঘটনার সময় শা‌মিম বিশ্বাস মোটরসাইকেলযো‌গে গ্রা‌মের বা‌ড়ি ইটবাড়ীয়া ইউনিয়নের কা‌ছি‌ছিড়া থে‌কে পটুয়াখালী অাস‌ছি‌ল। বদরপুর বাসস্ট‌্যান্ড মো‌ড়ে মহাসড়কে ওঠার সময় বরিশাল থে‌কে কুয়াকাটার দি‌কে যাওয়া এক‌টি পিকনিক পার্টির বা‌সের সা‌থে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। শা‌মিম মোটরসাইকেল থে‌কে ছিট‌কে রাস্তায় প‌ড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন। বা‌সের সাথে সংঘর্ষের সম‌য়ে মোটরসাইকেল‌টি অনেকখানি ছেঁচড়ে গে‌লে আগুন লেগে পু‌ড়ে যায়। স্থানীয় লোকজন তা‌কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার ক‌রে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিকেল পাঁচটায় সেখা‌নে তার মৃত্যু হয়।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. ম‌নিরুজ্জামান জানান, বগুড়া থে‌কে কুয়াকাটায় পিকনিক করার উদ্দেশে সেখানকার পর্যটকরা এসঅাই ট্রা‌ভেলস পরিবহনের বাস‌টি রিজার্ভ ক‌রে নি‌য়ে যাচ্ছিল। ঘটনার পর থে‌কে চালক ও হেলপার পলাতক র‌য়ে‌ছে। বাসটি জব্দ ক‌রে থানায় নেয়া হ‌য়ে‌ছে। নিহ‌তের প‌রিবার অভিযোগ দি‌লে মামলা নেয়া হ‌বে। নিহত শা‌মিম বিশ্বাস ইটবা‌ড়িয়া ইউনিয়নের কা‌ছি‌ছিড়া গ্রা‌মের সোহরাব বিশ্বাসের ছে‌লে ও পটুয়াখালী নিউ মার্কেটে ব‌্যবসা কর‌তেন।

ইউএইচ/

Exit mobile version