Site icon Jamuna Television

এবার তিব্বতি ভাষায় মানিকে মাগে হিতে, আসল সুরের থেকে বেশি চমকপ্রদ

ছবি: সংগৃহীত।

কয়েক মাস ধরে সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং একটি গান ‘মানিকে মাগে হিতে’।  শ্রীলংকার সিংহলি ভাষার মিষ্টি একটি গানের সুরে অনেকেই মজেছেন। ২৮ বছর বয়সি গায়িকা ইয়োহানি ডি সিলভার গাওয়া গানটি এখন পর্যন্ত শোনেননি, এমন নেটিজেন খুঁজে পাওয়া দুষ্কর।

এবার সেই গানেরই তিব্বতি ভার্সন মন জয় করেছে নেটিজেনের। গত মাসের শেষেই ইউটিউবে পোস্ট করা হয়েছে মানিকে মাগে হিথে গানটি। চার শিল্পী তেনজিং ডেকইয়ং, তেনজিং পাইক্স, উগেন নরবু ও তেনজিং মিলে গানটির সাথে তিব্বতি র‍্যাপ মিশ্রণ করে দারুণ একটা ভার্সন তৈরি করেছেন। ইউটিউবে মুক্তি পাওয়ার পরই গানটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

নেটিজেনরা বলছেন, আসল গানের তুলনায় তিব্বতি ভার্সন আরও বেশি রিদমিক। যাকে বলে একেবারে নাচের গান।

এর আগে গানটির সুরে নতুন গান প্রকাশ করেন শিল্পী অর্পণ চক্রবর্তী। গানের নাম ‘সুকুমারী’। ‘মানিকে মাগে হিতে’র গানের সুরের সাথে তিনি মিশিয়েছেন বাংলা ভাষা। ‘তোর মনের গহিন গানে কাজল কালো নয়ন জানে আমি কি যে করি…’ এমন লিরিকে গাওয়া গানটি সংগীতপ্রেমীদের হৃদয় ছুঁয়েছে।

Exit mobile version