Site icon Jamuna Television

ভাড়া দ্বিগুণ করার দাবি লঞ্চ মালিক সমিতির

ফাইল ছবি।

শনিবার দুপুরের মধ্যে ভাড়া শতভাগ বাড়ানোর দাবি জানিয়েছে লঞ্চ মালিক সমিতি।

শুক্রবার (৫ নভেম্বর) বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান বরাবর লিখিতভাবে চিঠি দিয়ে এ দাবি জানানো হয়। এতে ডিজেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে কিলোমিটার প্রতি এক টাকা ৭০ পয়সার স্থলে ৩ টাকা ৪০ পয়সা এবং ১ টাকা ৪০ পয়সার স্থলে ২ টাকা ৮০ পয়সা লঞ্চের ভাড়া নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন জানান, সরকার লঞ্চ ভাড়া বৃদ্ধির দাবি মেনে নেবে বলে তারা আশা করছেন। দাবি আদায় না হলে তখন অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ভাড়া সমন্বয় না হলে রবিবার থেকে পরিবহনের মতো লঞ্চ মালিকরাও ধর্মঘটে যেতে পারেন।

Exit mobile version