Site icon Jamuna Television

কুলাউড়ায় বাঘ আতঙ্কে ৪ গ্রামের মানুষ

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে বাঘ আতঙ্কে রয়েছেন ৪ গ্রামের মানুষ। শুক্রবার (৫ নভেম্বর) সকালে মানুষের উপর প্রাণীটি আক্রমণ করায় মক্তবে যাচ্ছেনা গ্রামের শিশুরা। প্রাণীটিকে ধরতে চেষ্ঠা করছে স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানায়, গত কয়েক দিন থেকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাতরা, নাছনী, রাজাপুর ও পশ্চিমজালালাবাদ এলাকায় একটি বড় মেছো বাঘ মানুষের ছাগল, রাজহাঁস, মোরগ মেরে ফেলছে। বুধবার (৩ নভেম্বর) সকালে সাতরা গ্রামের আবুল কালামের ছেলে রাব্বি ঘাস কাটতে বাড়ির পাশের জমিতে গেলে প্রাণীটি তার ওপর আক্রমণ করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে মেছো বাঘটি তাদেরকেও ধাওয়া করে।

জানা গেছে, এর আগে সাতরা গ্রামের জলিল মিয়ার একটি ছাগল দুপুরের দিকে বাড়ীর পাশের জমিতে মরে পড়ে আছে দেখতে পান। ছাগল মারা যাওয়ার কারণ খুঁজতে লাগলে ছাগলের ঘাড়ের দিকে আঘাতের চিহ্ন পাওয়া যায়। আঘাতের চিহ্ন দেখে ছাগলের মালিক জলিল মিয়া কৌতুহলবশত একটি গাছে অপেক্ষা করেন। কিছুক্ষণ পর মেছোবাঘটি ছাগলের পাশে আসে। এতে স্থানীয় লোকজন প্রাণীটি মেছো বাঘ বলে নিশ্চিত হন।

Exit mobile version