Site icon Jamuna Television

গুলশানের ক্লাব থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার

গুলশানের দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে অভিযান চালিয়ে বিপুল মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে।

রাজধানীর গুলশানে দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে অভিযান চালিয়েছে র‍্যাব। সেখান থেকে অননুমোদিত ৪০০ বোতল মদ ও ৭০০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দিকে ক্লাবটিতে অভিযান চালানো হয় বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) রাত এগারোটার চালানো ওই অভিযানে ক্লাবের মিলনায়তনের স্টেজের নিচে, সিঁড়ির পেছনে গোপন কুঠুরিতে এবং স্টোরে এসব অননুমোদিত মদ ও বিয়ার রাখা হয়েছিল। র‍্যাব জানায়, উদ্ধার করা মদের অনুমোদনের কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। মদ জব্দ করা হলেও কাউকে আটক করতে পারেনি র‍্যাব।

এর আগে, ২০১৪ সালেও এই ক্লাবে চালানো অভিযানে বিপুল পরিমাণ অননুমোদিত মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছিল।

Exit mobile version