Site icon Jamuna Television

তাইওয়ানের স্বাধীনতায় সমর্থনকারীদের শাস্তি দেবে চীন

ছবি: সংগৃহীত

তাইওয়ানের স্বাধীনতায় সমর্থনকারীদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে চীনা কর্তৃপক্ষ। শুক্রবার (৫ নভেম্বর) চীনের তাইওয়ান বিষয়ক দফতরের মুখপাত্র এ কথা জানান।

এ অপরাধের দায় সমর্থকদের আজীবন বয়ে বেড়াতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি জানান, তাইওয়ানের স্বাধীনতা চায় এমন ব্যক্তিদের তালিকা তৈরি করবে কর্তৃপক্ষ। তাদের চীনের মূল ভূখণ্ডে প্রবেশ করতে দেয়া হবে না। এমনকি হংকং ও ম্যাকাউয়ে প্রবেশের ক্ষেত্রেও থাকবে নিষেধাজ্ঞা। কালো তালিকাভুক্তদের মিলবে না কোনো আর্থিক সুবিধাও।

বিগত ৪০ বছরের মধ্যে বেইজিং এবং তাইপেইয়ের মধ্যে উত্তেজনা সম্প্রতি চরমে পৌঁছেছে। চলমান অস্থিতিশীলতার মাঝেই এমন সিদ্ধান্তের কথা জানালো চীন ।

Exit mobile version