Site icon Jamuna Television

চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা

স্টাফ রি‌পোর্টার, পটুয়াখালী:

পটুয়াখালী সদ‌রে মাসুদ ব্যাপারী না‌মে একজন মোটরসাই‌কেল চালক‌কে কু‌পি‌য়ে হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। শ‌নিবার সকা‌লে বড়‌বিঘাই গ্রা‌মের এক‌টি রাস্তার পা‌শ থে‌কে তার লাশ উদ্ধার ক‌রে পু‌লিশ। নিহত মাসুদ গত একমাস ধ‌রে স্থানীয় চেয়ারম্যান ও নৌকা প্রতী‌কের প্রার্থী অ‌হিদুজ্জামান মজনুকে তার মোটরসাইকেলে বহন করতেন।

অ‌হিদুজ্জামান মজনু জানান, শ‌নিবার (৬ নভেম্বর) রাতে সাত্তার হাওলাদার‌ নামে তার এক কর্মীকে বাড়িতে পৌঁছে দিতে যান মাসুদ। পরে আর তার সাথে কোনো যোগাযোগ হয়নি। সকালে একজন ফোন করে মাসুদের লাশ উদ্ধারের কথা জানালে তিনি ঘটনাস্থলে যান।

উদ্ধারের সময় দেখা গেছে, মাসুদের মাথায় ধারালো অস্ত্রের কো‌পের চিহ্ন আছে। লাশ পোস্টমর্টেমের জন্য পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হ‌বে। এছাড়াও মৃত্যুর ঘটনা তদন্তের জন্য সকাল থেকেই পুলিশের একাধিক টিম কাজ করছে। সদর থানার ও‌সি মো. ম‌নি‌রুজ্জামান জানান, ঘটনা তদন্তে তারা প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করছেন।

প্রসঙ্গত, আগামী ১১ ন‌ভেম্বর দ্বিতীয় ধা‌পের নির্বাচ‌নে পটুয়াখালীর বড়‌বিঘাই ইউ‌নিয়‌নে ভোট গ্রহণ অনু‌ষ্ঠিত হ‌বে।

Exit mobile version