Site icon Jamuna Television

ভেঙে গেছে টয়লেট, ডায়পার পরে থাকতে হবে নভোচারীদের

ছবি: সংগৃহীত

স্পেস এক্স ক্যাপসুলের টয়লেট ভেঙে পড়ায় মহাকাশে বিপাকে পড়েছেন চার নভোচারী। শনিবার (৬ নভেম্বর) মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে এ তথ্য।

পৃথিবীর প্রায় ৪০০ কিলোমিটার ওপরে প্রদক্ষিণ করা মহাকাশ স্টেশনে অন্তত আরও ২০ ঘণ্টা থাকতে হবে চার মহাকাশচারীকে। দীর্ঘ এ সময় ডায়পার পরে থাকবেন এই চার নভোচারী। তবে এই সমস্যা সমাধানযোগ্য বলে জানিয়েছে নাসা কর্তৃপক্ষ।

গেল ছয় মাস ধরে মহাকাশে অবস্থান করছিলেন চার মহাকাশচারী। কয়েকদিনের ভেতর পৃথিবীতে ফেরার কথা রয়েছে তাদের। তবে আবহাওয়াজনিত কারণে রকেট উৎক্ষেপণ সম্ভব না হওয়ায় সপ্তাহ খানেক বিলম্বিত হয়েছে তাদের যাত্রা। কিন্তু আকস্মিক এ সমস্যা দেখা দেয়ায় যত দ্রুত সম্ভব রকেট প্রেরণের চিন্তাভাবনা করছে স্পেস এক্স কর্তৃপক্ষ।

Exit mobile version