Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে উন্নয়ন কাজের জন্য ১ লাখ কোটি ডলারের বিল পাস

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য পাস হলো ১ লাখ কোটি ডলারের বিল। শুক্রবার (৫ নভেম্বর) প্রতিনিধি পরিষদে ২২৮-২০৬ ভোটে পাস হয় বিলটি।

বিলটি চূড়ান্ত অনুমোদনে সইয়ের জন্য পাঠানো হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। বলা হয়, বিশাল এই অর্থ ব্যয় করা হবে হাইওয়ে নির্মাণ, ব্রডব্যান্ড এবং অন্যান্য অবকাঠামোমূলক উন্নয়নের কাজে।

হোয়াইট হাউজ বলছে, রেলওয়েসহ পরিবহন খাতে ব্যাপক উন্নয়নের জন্য প্রকল্প হাতে নিয়েছে বাইডেন প্রশাসন। গেলো মাসে ১ লাখ ৭৫ হাজার কোটি ডলারের সামাজিক ব্যয় বিল ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিনীদের ভবিষ্যতের জন্য একে ঐতিহাসিক আখ্যা দেন তিনি। সেই সময় উন্নয়ন প্রকল্প ছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ৫৫৫ বিলিয়ন ডলার ব্যয়ের কথা জানান বাইডেন।

Exit mobile version