Site icon Jamuna Television

টি-টোয়েন্টিতে অধিনায়ক তামিম!

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আরও একটি হতাশার আসর। মূল পর্বে জয় ছাড়াই দেশে ফিরতে হয়েছে টাইগারদের। আর এমন ব্যর্থতায় চলছে ময়নাতদন্ত। যেখানে বিতর্কের কেন্দ্রে কোচ ও অধিনায়ক পদ। কে হবেন বলির পাঁঠা?

বিশ্বকাপে ব্যর্থ হবার পর শোনা যাচ্ছে এই ফরম্যাটের অধিনায়কত্বে আসতে পারে পরিবর্তন। মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে তামিম ইকবালকে অধিনায়ক করার কথা চিন্তা করছে বিসিবি। তবে আসন্ন পাকিস্তান সিরিজে অধিনায়কত্বে পরিবর্তনের সম্ভাবনা কম। যদিও ৪-৫ জন খেলোয়াড়কে দল থেকে বাদ দেয়া হতে পারে। টি-টোয়েন্টিতে সুযোগ পেতে পারেন একাধিক তরুণ মুখ।

কোচের সঙ্গে দ্বন্দ্বে বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয়া ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালে আস্থা রাখতে চাচ্ছে বোর্ড। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতে তাকে দায়িত্ব দেয়া হতে পারে এমন গুঞ্জনও রয়েছে। মোট কথা সাদা বলের নেতৃত্ব সঠিক পছন্দ হতে পারেন এই ড্যাশিং ওপেনার।

রিয়াদের বিকল্প হিসেবে তালিকায় আছে সাকিবের নাম। বিশ্বসেরা এই অলরাউন্ডারে অধিনায়কত্বে ২১ ম্যাচের মাত্র ৭টিতে জয় টাইগারদের। পাশাপাশি আন্তর্জাতিক ব্যস্ততার কারণে বিসিবির শতভাগ পছন্দের তালিকায় নেই তার নাম। অন্যদিকে, অধিনায়কত্ব হারিয়ে অনেকটা অভিমানের সুর মুশফিকুর রহিমের। তাই এই ফরম্যাটে তাকে নিয়েও ভাবনা কম বিসিবি কর্তাদের।

উল্লেখ্য, ২০১৮ সালে টি-টোয়েন্টির দায়িত্ব পেয়ে ৩৫ ম্যাচে দলকে জিতিয়েছেন ১৫টিতে। হার ২০টিতে। ছিল ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের সুখস্মৃতি। সেই রিয়াদে আরও একবার আস্থা রাখবে কি বিসিবি?

Exit mobile version