Site icon Jamuna Television

বাঁচা মরার লড়াইয়ে অজিদের বড় টার্গেট দিলো ক্যারিবিয়ানরা

আজকেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলছেন ডিজে ব্র্যাভো।

অজিদের বাঁচা মরার লড়াইয়ে ১৫৮ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।.

২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করেছে ক্যারিবিয়ানরা। এর আগে, দুই উদ্বোধনী ক্রিস গেইল ও এভিন লুইসের ব্যাটে ঝড়ো সূচনা পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হ্যাজলউডের তোপে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। পরের ওভারেই হার্ড হিটার নিকোলাস পুরান ও রোস্টন চেজকেও ফিরিয়ে দেন জশ হ্যাজলউড। ঝড়ো সূচনার পর এক নিমিষেই যেন ব্যাকফুটে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ।

এরপর, শিমরন হেট্মায়ার ও কাইরন পোলার্ডের ২৭ ও ৪৪ রানে দুর্দান্ত ইনিংসে ১৫৭ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।

Exit mobile version