Site icon Jamuna Television

ক্যারিবিয়ানদের উড়িয়ে সেমির দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া

সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো অজিরা।

ক্যারিবিয়ানদের দেয়া ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে অজিরা। ৩য় ওভারে অধিনায়ক অ্যারন ফিঞ্চের উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়লেও তা একদমই যেন বুঝতে দেননি অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার। আর তাকে প্রায় পুরোটা সময়ই যোগ্য সাহচার্য দিয়েছেন মিচেল মার্শ। ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৮৯ রান। আর মিচেল মার্শের ব্যাট থেকে এসেছে ৫৩ রান।

বলা যায়, অজিদের ব্যাটিং লাইনআপকে একবারের জন্যও কোনো চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি ক্যারিবিয়ানরা। এর মধ্যে আকিল হোসেন ও ক্রিস গেইল ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে টসে জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অজিরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে ক্যারিবিয়ানরা। জবাবে ব্যাট করতে নেমে ২২ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে অজিরা।

Exit mobile version