Site icon Jamuna Television

পরের বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। চলতি আসরের মতো খেলতে হবে না কোয়ালিফায়ার রাউন্ড।

তবে চলতি আসরে ভরাডুবি সত্ত্বেও এই সুখবরটা বাংলাদেশ প্রত্যক্ষভাবে নিজেদের কৃতিত্বে পেয়েছে, সেটা বলা শক্ত। কারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ে র‍্যাঙ্কিংয়ে নয় থেকে আটে উঠল বাংলাদেশ। সরাসরি খেলবে ২০২২ বিশ্বকাপের সুপার টুয়েলভে। আর কোয়ালিফায়ার রাউন্ড খেলে সামর্থ্যের পরীক্ষা দিয়েই সুপার টুয়েলভে খেলতে হবে উইন্ডিজকে।

অস্ট্রেলিয়া ম্যাচের আগে বাংলাদেশের চেয়ে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে ছিল ক্যারিবিয়ানরা। তবে ম্যাচটি হেরে যাওয়ায় পয়েন্টে বাংলাদেশের চেয়ে পিছিয়ে উইন্ডিজ নেমে গেছে ৯ নম্বরে। তাদের পয়েন্ট ২৩৩ এবং ২৩৪ পয়েন্ট নিয়ে ৮-এ উঠে এলো বাংলাদেশ।

দুই বিশ্বকাপের মাঝে কেবল এক বছরের ব্যবধান হওয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাইয়ের জন্য অল্প কিছুদিন আগেই র‍্যাঙ্কিং ভিত্তিক নতুন এই পদ্ধতি প্রনয়ন করে আইসিসি। চলতি আসরে ফাইনালের দুই দল ও ফাইনালের পরদিন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অন্য ৬টি দল খেলবে সরাসরি। 

Exit mobile version