Site icon Jamuna Television

ভারতে হু হু করে বাড়ছে করোনায় মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের রাজ্য কেরালায়।

গেল ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে ৩৯২ জন। এরমধ্যে ৩১৪ জনই কেরালার। দৈনিক সংক্রমণ ও শনাক্তের দিক থেকেও শীর্ষে রাজ্যটি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কেরালা বাদে শুধু পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে দৈনিক মৃতের সংখ্যা দশ জনের বেশি। বাকি রাজ্যগুলোতে এ সংখ্যা দশের নিচে। গেল কয়েক সপ্তাহে রাজ্যটির হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা।

সরকারি হিসাব মতে, কেরালায় অন্তত এক ডোজ টিকা পেয়েছেন ৯৫ শতাংশ জনগণ। আর দুই ডোজ টিকা পেয়েছেন ৫২ শতাংশ। তবুও কেন প্রাণহানি বাড়ছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

গোটা ভারতজুড়ে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।

Exit mobile version