Site icon Jamuna Television

ইনজুরির চিকিৎসায় মাদ্রিদে মেসি

ছবি: সংগৃহীত

হাঁটু এবং হ্যামস্ট্রিংয়ের ইনজুরি সাড়াতে প্যারিস থেকে মাদ্রিদে গেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সেখানে বিশেষ এক থেরাপি ক্লিনিকে নিয়েছেন চিকিৎসকদের পরামর্শ।

ব্রাজিল ও উরুগুয়ের সাথে বিশ্বকাপ বাছাইপর্বসহ টানা খেলা থাকার কারণে পুরোপুরি সুস্থ হতে সময় লাগছে এই পিএসজি ফরোয়ার্ডের। গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) মেসিকে স্কোয়াডে রেখেই ৩৪ সদস্যের দল ঘোষণা করে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

এদিকে, ইনজুরির কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানে বোর্দুর বিপক্ষে আজকের ম্যাচেও বাইরে থাকতে হচ্ছে মেসিকে। পিএসজি ম্যানেজার মৌরিসিও পচেত্তিনো এই ফরোয়ার্ডকে মাঠে ফেরানোর বিষয়ে নিতে চান না কোনো ঝুঁকি। তার মতে দলের জয় নিশ্চিত করতে লিওর অনুপস্থিতিতে বাকিদের বাড়তি দায়িত্ব নিতে হবে।

এর আগে গত ৩০ অক্টোবর ফরাসি লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন মেসি। ২-১ গোলে জয় পাওয়া সেই ম্যাচের প্রথমার্ধ শেষ করেই সাজঘরে ফিরে যান সাবেক বার্সা তারকা।

Exit mobile version