Site icon Jamuna Television

হলিউডে নাম লেখাচ্ছেন আলিয়া

ছবি: সংগৃহীত।

বলিউডের খ্যাতনামা অভিনেত্রী আলিয়া ভাট। তার অভিনয় বহুল প্রশংসিত হয়েছে দর্শক থেকে সমালোচক মহলে। তবে এবার হলিউডের খাতায় নাম লেখাতে চলেছেন আলিয়া ভাট। এরইমধ্যে মার্কিন ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা উইলিয়াম মরিস এন্ডেভার এর সাথে চুক্তিপত্রে সই করেছেন আলিয়া।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই হলিউড সিনেমার নাম ঘোষণা করবেন আলিয়া। বেশ কয়েকটি চিত্রনাট্য পড়েছেন আলিয়া তার মধ্যে কয়েকটি পছন্দও হয়েছে তার। আর তাই সব মিলিয়ে বলিউড থেকে হলিউডে পাড়ি দেয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

বেশ কিছুদিন ধরেই হলিউডে পাড়ি দেয়ার পরিকল্পনায় ছিলেন আলিয়া। বলিউড থেকে হলিউডে এর আগে নাম লিখিয়েছিলেন দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। এদিকে আলিয়া ও রণবীরের বিয়ে নিয়ে বলিউডে আলোচনা এখনও তুঙ্গে। সম্প্রতি দীপাবলিতে নিজেদের ঘনিষ্ঠ একটা ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন আলিয়া। শোনা যাচ্ছে সামনে বছরের প্রথম দিকে বিয়ে করবেন এই জুটি।  

Exit mobile version