Site icon Jamuna Television

অবসর নেইনি, জ্যামাইকায় শেষ ম্যাচ খেলতে চাই: গেইল

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের চলতি আসরে নিজেদের খেলা প্রথম চার ম্যাচটি ম্যাচে মাত্র ১টি জয় পাওয়ায় সেমিফাইনালের আশা আগেই শেষ হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের শেষ ম্যাচটি ছিল আসরে তাদের শেষ ম্যাচ।

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্যমাত্রায় ২২ বল ও ৮ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় অজিরা।

ম্যাচশেষে স্টেডিয়ামে উপস্থিত দর্শক ও সতীর্থদের কাছ থেকে বাহবা পান ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভো। ব্রাভো অবসরের ঘোষণা দেন আগেই। তাই অনেকেই ধরে নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন দ্য ইউনিভার্স বসও।

তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন গেইল নিজেই। আইসিসির সাথে এক সংলাপে গেইল বলেন, আমি অবসর নেইনি। আমাকে আমার জন্মশহর জ্যামাইকায় অবসর নিতে চাই যাতে সবাইকে মাঠে বসে ধন্যবাদ দিতে পারি।

তবে নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন বলে উল্লেখ করেছেন গেইল। এসময় মজা করে বলেন, আমি আরো একটি বিশ্বকাপ খেলতে চাই কিন্তু সমর্থকরা সেটি মেনে নিবে না।

Exit mobile version