Site icon Jamuna Television

টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

টাঙ্গাইলে সখিপুরে হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এলজিইডি অফিস থেকে লিখিতভাবে কাজ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হলেও তা তোয়াক্কা না করে কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

৮২ লাখ টাকা ব্যয়ে ৪ তলার ভবন নির্মাণের কাজ করছে উচ্ছল কন্সট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুন্নাহার জানালেন, কাজের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে রাতের আঁধারে ঢালাই দেয়ার কাজ করছিল ঠিকাদারী প্রতিষ্ঠানটি, এমন অভিযোগে ক্ষুব্ধ জনগণ কাজে বাধা দেয়। এলজিইডি থেকেও দেয়া হয় কাজ বন্ধের নির্দেশনা।

অনিয়মের অভিযোগ মানতে নারাজ ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সাইট ম্যানেজার নুর ইসলামের দাবি, ভবন নির্মাণে ভালো মানের সামগ্রীই ব্যবহার করা হচ্ছে।

টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানালেন, অভিযোগ খতিয়ে দেখছেন তারা। অনিয়ম প্রমাণিত হলে নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আর শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী।

Exit mobile version