Site icon Jamuna Television

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রাজধানীর গাবতলীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাদশা মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন হানিফ নামে আরও একজন।

মঙ্গলবার ভোররাত ৩টার দিকে গাবতলী বাসস্ট্যান্ডের দারুসসালাম চেকপোস্টের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, হতাহতরা ডাকাত দলের সদস্য।

র‌্যাব ১০-এর বরাত দিয়ে ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ভোর সাড়ে ৫টার দিকে দায়িত্বরত চিকিৎসক বাদশা মিয়াকে মৃত বলে ঘোষণা করেন।

র‍্যাব জানিয়েছে, বন্দুকযুদ্ধে নিহত বাদশাহর বাড়ি বরিশালে। গুলিবিদ্ধ হানিফ শরীয়তপুরের বাসিন্দা।

Exit mobile version