Site icon Jamuna Television

আবারও হারলো রেড ডেভিলরা

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড এবং কোচ ওলে গানারের জন্য। কয়েকদিন আগেই প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ৫-০ গোলের উড়ে যাওয়ার পরপরেই আবারও প্রিমিয়ার লিগে হারের মুখ দেখলো তারা।

শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রিমিয়ার লিগ ডার্বিতে মুখোমুখি হয়েছিলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি । ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে তাদেরকে ২-০ গোলে হারালো সিটিজেনরা।

এদিন ম্যাচের ৭ মিনিটেই আত্মঘাতি গোল করেন ম্যান ইউনাইটেড ডিফেন্ডার বেইলি। ইউনাইটেডের প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে আত্মঘাতি গোল করলেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। বিরতির আগে বের্নার্ডো সিলভার ব্যাকহিল ফ্লিকে ব্যবধান দ্বিগুণ করে সিটিজেনরা।

শেষ দিকে ডি ব্রুইনাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন রোনালদো। বড় মঞ্চে আরও একবার হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই জয়ে ১১ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, সমান ম্যাচে চতুর্থ হারে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Exit mobile version