Site icon Jamuna Television

বিশ্বকাপ শেষে আইপিএলে ফিরছেন শাস্ত্রী, নিবেন নতুন দলের দায়িত্ব

ছবি: সংগৃহীত

চলতি টি-২০ বিশ্বকাপ চলাকালীন নিলামের মধ্যে দিয়ে আগামী বছরের জন্য আইপিএলের সঙ্গে যুক্ত হয়েছে নতুন দু’টি ফ্রাঞ্চাইজি। আমদাবাদ এবং লাখনাউ এই দুই ফ্রাঞ্চাইজিসহ মোট ১০টি দল এবার থেকে আইপিএলে খেলবে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী নতুন ফ্রাঞ্চাইজি আমদাবাদের প্রধান কোচের দায়িত্ব নিতে চলেছেন সাবেক হতে চলা ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী। শুধু রবি শাস্ত্রী নয়, ওই দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হতে পারে ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন আর শ্রীধর। উল্লেখ্য, কোচিং স্টাফ হিসেবে ভারতীয় দলের দায়িত্বে রয়েছেন এই তিনজন। চলতি টি-২০ বিশ্বকাপ শেষ হলেই ভারতের জাতীয় ক্রিকেট দলের দায়িত্বের মেয়াদ শেষ হবে এই তিন কোচিং স্টাফের।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানা যায়, আমদাবাদ ফ্রাঞ্চাইজির মালিকপক্ষ এই তিনজনকেই পছন্দ দলের গুরুত্বপূর্ণ কোচিং পদের দায়িত্বভার তুলে দেয়ার ক্ষেত্রে।

আরও জানা যায়, ধারাভাষ্যকারের কাজ করার বদলে রবি শাস্ত্রী ফ্রাঞ্চাইজি দলের কোচের দায়িত্ব নিতেই মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন। যদিও শাস্ত্রী এই মুহূর্তে জানিয়েছেন তার সম্পূর্ণ মনোযোগ ভারতের বিশ্বকাপ অভিযানের প্রতি রয়েছে।

Exit mobile version