Site icon Jamuna Television

ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ১০

ভারতের মহারাষ্ট্রে একটি করোনা হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। হতাহতরা সবাই হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার (৬ নভেম্বর) রাজ্যের আহমেদনগর জেলার সিভিল হাসপাতালে আগুন লাগে। এসময় সেখানে ১৭ জন রোগী ছিলেন। বেঁচে যাওয়া রোগীদের অন্য হাসপাতালে নেয়া হয়েছে।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে।

চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা বের হতে পারলেও আইসিইউতে থাকা মুমুর্ষ রোগীরা আটকা পড়েন। এ কারণেই হয় প্রাণহানি।

Exit mobile version