Site icon Jamuna Television

খরচ কমাতে বলিভিয়ায় গণবিয়ে

অনুষ্ঠানের খরচ কমাতে বলিভিয়ার রাজধানীতে গণবিয়ে করলেন ৩০ দম্পতি। স্থানীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।

শনিবার (৬ নভেম্বর) লা পাজ শহরে আয়োজিত হয় এই অভিনব অনুষ্ঠানের। বিয়ের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাকে হাজির হয় বর আর কনেরা।

কয়েকটি দম্পতি জানায়, মহামারির কারণে বারবার বিয়ের অনুষ্ঠান পেছানো হচ্ছিল। লকডাউন এবং কোয়ারেনটাইনের মতো শক্ত বিধিমালার কারণেও গণ জমায়েতের অনুমতিও দিচ্ছিল না প্রশাসন।

কড়াকড়ি শিথিলের পর এটাই রাজধানীতে হওয়া জমকালো কোনো অনুষ্ঠান। যার খাবার-পানীয় এবং মিউজিশিয়ানের খরচ যুগিয়েছেন স্বেচ্ছাসেবীরা।

এছাড়া বিয়ের এই অনুষ্ঠানস্থলটি সাজানোর জন্য যারা কাজ করেছে, তারাও খরচ নিয়েছে অর্ধেক।

Exit mobile version