Site icon Jamuna Television

আফগানিস্তানে এবার নিখোঁজ নারী অধিকার কর্মীর লাশ উদ্ধার

আফগানিস্তানে প্রায় তিন সপ্তাহ আগে নিখোঁজ হওয়া এক নারী অধিকার কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর দেশটিতে এই প্রথম কোনো নারী অধিকার কর্মী নিহত হওয়ার ঘটনা ঘটলো।

২৯ বছর বয়সী ঐ কর্মীর নাম ফ্রোজান সাফি। গত ২০ অক্টোবর তিনি নিখোঁজ হয়েছিলেন। মাজার-ই-শরিফ শহরের একটি বাড়িতে তার মরদেহ খুঁজে পাওয়া যায়। ফ্রোজান জার্মানিতে আশ্রয়লাভের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রক্রিয়াধীন ছিল।

ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে তার ওপর হামলা চালানো হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছে স্থানীয় প্রশাসন।

Exit mobile version