ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে বিআরটিএর সাথে বৈঠক চলছে

|

ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির সাথে সমন্বয় করে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির দাবিতে মালিক-শ্রমিকদের ধর্মঘটের তৃতীয় দিনে তাদের সাথে বৈঠকে বসেছে বিআরটিএ। বৈঠকে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে আলোচনা হবে। এরপরই সিদ্ধান্ত হবে, গণপরিবহেনের ভাড়া বাড়বে কিনা, বা বাড়লেও কত বাড়বে।

এর আগে, শুক্রবার জনগণের দুর্ভোগ বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তখনই তিনি জানিয়েছিলেন, রোববার বিআরটিএর ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক হবে।

তিনি বলেন, এই বৈঠকে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের ওপর তেলের মূল্য বৃদ্ধির বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply