ছবি: সংগৃহীত
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক- এই নীতি সাময়িকভাবে স্থগিত করলেন যুক্তরাষ্ট্রের আদালত। শনিবার (৬ নভেম্বর) এক আপিল আদালত এ রায় দেন।
রিপাবলিকান শাসিত পাঁচ রাজ্যের পক্ষ থেকে এ নীতির বিরোধিতা করে মামলা করা হয়। এ নীতিকে অসাংবিধান বহির্ভূত আখ্যা দিয়েছেন বিচারক। এছাড়াও সোমবারের মধ্যে এ বিষয়ে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বাইডেন প্রশাসনকে।
এ রায়কে বেসরকারি প্রতিষ্ঠান ও তাদের কর্মীদের স্বাধীনতার ক্ষেত্রে বড় জয় হিসেবে দেখছেন বিরোধীরা। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।
এর আগে দেশজুড়ে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বাধ্যতামূলক টিকার আওতায় আনা ও সপ্তাহে একদিন করোনা টেস্ট করানোর নির্দেশনা দেয় বাইডেন প্রশাসন। কর্মক্ষেত্রের সুরক্ষা নিশ্চিতে এ নীতি নেয়া হয় বলে জানায় কর্তৃপক্ষ।
Leave a reply