Site icon Jamuna Television

গাজীপুরে পোশাক কারখানার কর্মকর্তাকে গুলি

শ্রীপুরে এক পোশাক কারখানার কর্মকর্তাকে গুলি করেছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে এক পোশাক কারখানার কর্মকর্তাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ নিয়াজ মোহাম্মদ রিয়াজ (৪৫) শ্রীপুরের এমএইচসি অ্যাপারেলস লিমিটেডের ওয়্যার হাউজের ব্যবস্থাপক। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার এসআই কামরুল ইসলাম জানান, শনিবার রাত ১১টার দিকে শ্রীপুর পৌরসভার শ্রীপুর-মাওনা সড়কের কেওয়া বকুলতলা এলাকায় দুর্বৃত্তরা গুলি করে তাকে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদই ইউনিয়নের শিকারপুর এলাকায়। তিনি শ্রীপুরের মাওনা প্রশিকা মোড় এলাকার একটি ভাড়া বাসায় থাকেন। রাতে কাজ শেষে কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন রিয়াজ। কেওয়া এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার পেটের বাম পাশ দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে গেছে।

ঘটনার সঙ্গে সঙ্গে ওই এলাকার লোকজন রিয়াজকে উদ্ধার করে প্রথমে মাওনা আল-হেরা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় রাত ৩টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসআই কামরুল আরও জানান, গুলি করার খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার সকাল পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। কারা, কেনো রিয়াজকে হত্যার চেষ্টা করে থাকতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।

ইউএইচ/

Exit mobile version