Site icon Jamuna Television

সিয়েরা লিওনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০৮

সিয়েরা লিওনে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০৮ জনে। শুক্রবারের দুর্ঘটনায় অগ্নিদগ্ধ আরও শতাধিক।

আইসিইউ’তে চিকিৎসাধীন কমপক্ষে ৩০ জন। বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

দেশটির রাজধানী ফ্রিটাউনের একটি গ্যাস স্টেশন এলাকায় ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা। স্থানীয় প্রশাসন জানায়, জ্বালানিবাহী একটি ট্রাকের সাথে আরেকটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটে এ বিস্ফোরণ। এতে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকাতেও। পুড়ে গেছে বহু ঘরবাড়ি ও দোকানপাট।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো।

Exit mobile version