Site icon Jamuna Television

উত্তর কোরিয়ায় নিয়ে যাবে রাইড শেয়ারিং সার্ভিস!

যন্ত্র বোঝে না ভূরাজনৈতিক সীমাবদ্ধতা, আমলে নেয় না কোন যুক্তি বুদ্ধি। যেমন নির্দেশনা পাবে, সেভাবেই চলবে, তেমনই ফল বয়ে আনবে। তা সে যত উদ্ভটই হোক না কেন। যেমন উদ্ভট ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।

প্রশান্ত শাহি নামে এক ব্যক্তি বেঙ্গালুরু থেকে ৪ আসনের একটা ছোট গাড়ি বুক করেন, র‍াইড শেয়ারিং অ্যাপ ওলা ব্যবহার করে। মজা করেই ম্যাপে গন্তব্যস্থল দেখিয়ে দেন উত্তর কোরিয়ার কোন একটা জায়গা।

ওলা অ্যাপটিও রাজী হয়ে যায় প্রশান্তের এমন অবাস্তব অনুরোধে। বিলটাও দেয় তেমন আজগুবি। ১ লাখ ৪৯ হাজার রুপী। গাড়ি চালকের নাম ও ফোন নম্বরও পাঠানো হয় তার মোবাইলে।

১৮ মার্চ রাত ১২.১৫ মিনিটে প্রশান্ত রাইডটি বুক করেন। ওলা জানিয়ে দেয় ২৩ মার্চ রাত ১২.১৫-র মধ্যে তিনি গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। অর্থাৎ নির্ধারিত গতিতে চললে ৫ দিনেই ভারত থেকে উত্তর কোরিয়া পৌছে যাবে গাড়িটি।

পুরো ঘটনায় তাজ্জব হয়ে টুইটারে নিজের অ্যাকাউন্টে ওলার এই স্ক্রিনশটগুলি পোস্ট করেন প্রশান্ত শাহি। তার কিছুক্ষণ পরেই তড়িঘড়ি করে ওলা ওই টুইটে উত্তর দেয়, “প্রযুক্তিগত ত্রুটির কারণে এমনটা হয়েছে। দয়া করে ফোন রিস্টার্ট করে আবার চেষ্টা করুন।”

Exit mobile version