Site icon Jamuna Television

কুমিল্লার ঘটনায় উস্কানির অভিযোগে মেয়র সাক্কুর পিএস গ্রেফতার

মনিরুল হক সাক্কুর পিএস মইনু্দ্দিন বাবু।

কুমিল্লার পূজামণ্ডপের ঘটনায় সন্দেহভাজন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর পিএস মইনু্দ্দিন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ নভেম্বর) রাতে রাঙ্গামাটি জেলার সাজেক থেকে জেলা পুলিশ তাকে গ্রেফতার করে। পিএস বাবুকে ছাড়াও কুমিল্লা মহানগর যুবদল নেতা রোমান হাসান ও রবিউল ইসলাম নামে আরও দুই জনকেও গ্রেফতার করেছে পুলিশ।

পরবর্তীতে আজ রোববার (৭ নভেম্বর) দুপুরে মইনুদ্দিন বাবুকে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মন্দিরে ভাংচুর-সহিংসতার দু’টি মামলায় তাকে অভিযুক্ত করা হয়।

ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় গত ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়াদিঘী এলাকায় পূজামণ্ডপে কোরআন উদ্ধারের পর সৃষ্ট উত্তেজনার সময় বেশ তৎপর ছিল বাবু। ওই সময়কার ভিডিও ফুটেজ দেখেই উস্কানিদাতাদের সনাক্ত করা হচ্ছে।

Exit mobile version