Site icon Jamuna Television

২২ ইঞ্চির ঘোড়া বা ৫ ফুট লম্বা চুল, জেনে নিন অদ্ভুদ কিছু বিশ্বরেকর্ড

ছবি: সংগৃহীত।

বিশ্বের কোথায় কোথায় নতুন বিশ্বরেকর্ড তৈরি হচ্ছে তার তথ্য সচরাচর পাওয়া যায় সংবাদমাধ্যমে। অথচ এমন কিছু অদ্ভুদ ও ভিন্ন ধরনের বিশ্বরেকর্ড আছে যার চর্চা তেমন না থাকলেও, রেকর্ডগুলো আপনাকে চমকে দিতে যথেষ্ট।

শরীরে ট্যাটু আঁকা বাংলাদেশে তেমন প্রচলিত না হলেও অন্যান্য দেশে শরীরে বিভিন্ন আঁকিবুঁকি করার চল আছে। তবে অস্ট্রেলিয়ার লাকি ডায়মন্ড রিচ নামের এক ব্যক্তি শখের বশে ট্যাটু করেই গড়েছেন বিশ্বরেকর্ড। শরীরে সবচেয়ে বেশি সংখ্যক ট্যাটুর অধিকারী তিনি। এখন পর্যন্ত এক হাজার ঘণ্টার বেশি সময় তিনি কাটিয়েছেন ট্যাটু করার পেছনে। খবর আনন্দবাজার পত্রিকার।

২০ বছরের কমবয়সীদের মধ্যে সবচেয়ে লম্বা চুলের মালিক ভারতের নীলাংশি পটেল। চুলের দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি। অনেকের শারীরিক গড় উচ্চতার চেয়েও তার চুলের দৈর্ঘ্য বেশি। বিশ্ব রেকর্ড গড়েছেন আমেরিকার ওডিলন ওজার নামের এক ব্যক্তিও। ১৫ ফুট ৯ ইঞ্চি লম্বা টুপি বানিয়ে রেকর্ড করেন তিনি।

এমনই আরেকটি ভিন্ন ধাচের বিশ্ব রেকর্ডের অধিকারী আমেরিকার মিশেল লেসকো। সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে পাস্তা খেয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ২৬.৬৯ সেকেন্ডে একটি ফুলপ্লেট পাস্তা খেয়ে এই রেকর্ড গড়েছেন তিনি।

আমেরিকার জো গার্ডেনারের ষাঁড় হামফ্রের দৈর্ঘ্য মাত্র ২৬ ইঞ্চি। পৃথিবীর সবচেয়ে ছোট মাপের প্রাপ্তবয়স্ক ষাঁড় এটি, জায়গা করে নিয়েছে গিনেজ ওয়াল রেকর্ডের তালিকায়ও। এছাড়া পোল্যান্ডের বম্বেল নামের ২২ ইঞ্চির একটি ঘোড়াও আছে এই তালিকায়।

Exit mobile version