বাস ভাড়া বাড়লো, ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা

|

ছবি: সংগৃহীত

বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাবে সম্মত হওয়ায় চলমান বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি।

রোববার (৭ নভেম্বর) বিকেলে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এ ঘোষণা দেন।

ভাড়া নির্ধারণে সকাল থেকে টানা কয়েক ঘণ্টা বৈঠক হয় বিআরটিএ’র কার্যালয়ে। সেখানে পরিবহন খাতের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিআরটিএ’র তরফ থেকে নতুন প্রস্তাবিত ভাড়ার ঘোষণা দেয়া হয়।

এর আগে দূর পাল্লায় কিলোমিটারে ১ টাকা ৮২ পয়সা ও মহানগরে কিলোমিটারে ২ টাকা ১০ পয়সা করতে চেয়েছিল বিআরটিএ। অপরদিকে দূর পাল্লার জন্য প্রতি কিলোমিটারে ২ টাকা ৯ পয়সা এবং মহানগরের জন্য ২ টাকা ৪৯ পয়সা ভাড়ার প্রস্তাব করে পরিবহন মালিকরা। নতুন প্রস্তাবে, দূরপাল্লার বাসে কিলোমিটার প্রতি যাত্রীকে বাড়তি ৫৮ পয়সা গুনতে হতে পারে। আর মহানগরে ভাড়া বাড়তে পারে ৭০ পয়সা।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটে অচল দেশের পরিবহন ব্যবস্থা। সাধারণ মানুষের ভোগান্তি চরমে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply