Site icon Jamuna Television

নিউজিল্যান্ড-আফগানিস্তানের খেলার মধ্যেই পাওয়া গেলো স্টেডিয়ামের প্রধান কিউরেটরের লাশ

ছবি: সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নিউজিল্যান্ড-আফগানিস্তানের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের দায়িত্বে থাকা প্রধান কিউরেটর মোহন সিংয়ের লাশ উদ্ধার করা হয়েছে। মোহন সিং আগে ভারতের চণ্ডীগড়ের মোহালি স্টেডিয়ামের সাথে যুক্ত ছিলেন। খবর ক্রিকবাজের।

রোববার (৭ নভেম্বর) সকালে মারা যান তিনি। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

মোহন সিংয়ের মৃত্যুর বিষয়টি আবুধাবি ক্রিকেটের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, মোহনের পরিবারকে জানানো হয়েছে। তারা আবুধাবির উদ্দেশে রওনা দিয়েছেন।

মাঠে যখন আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ চলছে তখনি মোহন সিংয়ের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

বিসিসিআইয়ের প্রাক্তন প্রধান কিউরেটর দলজিৎ সিং বলেছেন, এটি খুবই মর্মান্তিক খবর। তিনি একজন কঠোর পরিশ্রমী ও প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তি ছিলেন। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

ইউএইচ/

Exit mobile version