Site icon Jamuna Television

জয়ের পথে কিউইরা, বিদায়ের ক্ষণ গুণছে ভারত

কেন উইলিয়ামসনের ব্যাটে সেমির দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের দেয়া ১২৫ রানের লক্ষ্যে ধীরেসুস্থেই এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। ১৪ ওভার শেষে কিউইদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৯১ রান। জয়ের জন্য শেষ ৬ ওভারে তাদের দরকার ৩৪ রান। আর এই অবস্থায় বিশ্বকাপ থেকে বিদায়ের ক্ষণ গণনায় ব্যস্ত ভারতীয় দল।

উদ্বোধনী জুটিতে ২৬ রান আসার পর ভেঙে যায় ড্যারিল মিচেল আউট হন মুজিব উর রেহমানের বলে। মোহাম্মদ শাহজাদের হাতে ক্যাচ দিয়ে ১২ বলে ১৭ রান করে ফেরেন এই হার্ড হিটার। তারপর কেন উইলিয়ামসনের সাথে দলকে জয়ের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন মার্টিন গাপটিল। রশিদ খানের বলে গাপটিল আউট হলেও তাতে বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়নি নিউজিল্যান্ডকে। কারণ, রানের লক্ষ্য কম হওয়ায় ডেভন কনওয়েকে নিয়ে ভালোভাবেই বাকি পথ পাড়ি দিচ্ছেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

আর এই অবস্থায় অনেকটাই যেন মুষড়ে পড়েছে আজকের ম্যাচে আফগানিস্তানের ভক্ত বনে যাওয়া প্রায় একশো কোটির বেশি ভারতীয়। আফগানদের জয়ই যে কেবল পারে ভারতকে সেমিফাইনালের চৌহদ্দিতে পৌঁছে দিতে!

Exit mobile version