Site icon Jamuna Television

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে নিচে নেমে গেলেন সাকিব

নিদাহাস কাপের চ্যাম্পিয়ন ট্রফিটা হাতের নাগালে এসে অল্পের জন্য ফসকে গেছে। এমন পরিস্থিতিতে মন খারাপ না হয়ে কোনো উপায় নেই। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ পেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানের পর এবার দ্বিতীয় স্থানও হারালেন তিনি।

গত ২৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে তাকে টপকে শীর্ষে চলে যান অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ইনজুরি থেকে ফিরে নিদাহাস ট্রফিতে সেভাবে জ্বলে উঠতে না পারায় দ্বিতীয় স্থানটাও হারালেন সাকিব। তার অবস্থান এখন তৃতীয়। আর, দ্বিতীয় স্থানে উঠে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। ২০১৪ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম অলরাউন্ডার তালিকায় দ্বিতীয় স্থানের নিচে নেমে গেলেন সাকিব। টি-টোয়েন্টিতে মুকুট হারালেও টেস্ট ও ওয়ানডেতে যথারীতি শীর্ষেই রয়েছেন সাকিব আল হাসান।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version