Site icon Jamuna Television

ফলোয়াদের ভোটে টেসলার শেয়ার বিক্রি করছেন ইলন মাস্ক

মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

মার্কিন ধনকুবের ইলন মাস্ক টেসলায় তার শেয়ার বিক্রি করবেন কি না সে সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিলেন তার টুইটার ফলোয়ারদের ওপর। টুইটারে সোয়া ছয় কোটি অনুসারীর মতামত জানতে একটি টুইট পোল খুলেছিলেন মাস্ক। সেই পোলে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়েছে শেয়ার বিক্রির পক্ষে। খবর বিবিসি’র।

রোববার (৭ নভেম্বর) ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলায় ব্যক্তিগত শেয়ার থেকে ১০ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়া উচিত কি না, তা জানতে চেয়ে একটি টুইটার পোল পোস্ট করেছিলেন ইলন মাস্ক। বলেছিলেন, সংখ্যাগরিষ্ঠের মতামত মেনে নেবেন তিনি। সেই পোলে ৫৬.৭ শতাংশ ভোট পড়ে শেয়ার বিক্রির পক্ষে।

ইলন মাস্কের সেই টুইট।

এর আগে, ইলন মাস্ক এক টুইটে বলেন যে, টেসলার শেয়ার বিক্রি করে ৬০০ কোটি মার্কিন ডলার জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থায় (ডব্লিউএফপি) অনুদান হিসেবে দিতে চান তিনি। এদিকে, মার্কিন আয়কর কর্তৃপক্ষের এক রিপোর্টে জানা গেছে যে, টেসলার অন্তত ১০ শতাংশ শেয়ার বিক্রি করে দিলে আয়কর এড়াতে পারবেন মাস্ক।

গত জুন মাস পর্যন্ত হিসাব অনুযায়ী, টেসলায় ইলন মাস্কের শেয়ার সংখ্যা ১৭ কোটি পাঁচ লাখ। সে হিসাব অনুযায়ী, মাস্কের ১০ শতাংশ শেয়ারের দাম ২১০ কোটি মার্কিন ডলার।

Exit mobile version