Site icon Jamuna Television

কিং অফ হার্টস’র গোঁফ থাকে না কেন?

ছবি: সংগৃহীত।

আমরা সকলেই জানি তাসের ৫২টি কার্ডের মধ্যে আছেন চার রাজা। ‘কিং অব স্পেডস’, ‘কিং অব ক্লাবস’ ‘কিং অব ডায়মন্ডস’ এবং ‘কিং অব হার্টস’। কথিত তাসের এই চার রাজা প্রাচীনকালের চার মহান রাজাকে প্রতিনিধিত্ব করে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, কিং অব স্পেডস-এ যার ছবি রয়েছে, মনে করা হয় তিনি ইসরায়েলের রাজা ডেভিড। কিং অব ক্লাবস-এ যার ছবি রয়েছে তিনি মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার দ্য গ্রেট। কিং অব ডায়মন্ডস কার্ডে যে রাজার ছবি রয়েছে, মনে করা হয় তিনি রোমান সম্রাট অগাস্টাস সিজার এবং কিং অব হার্টস-এ যে ছবি রয়েছে, তিনি ফরাসি সম্রাট শার্লেমন। তাসের তিন রাজার গোঁফ আছে। কিন্তু কখনও লক্ষ্য করছেন ‘কিং অব হার্টস’-এর কেন গোঁফ নেই।

ডায়মন্ড, হার্ট, স্পেড এবং ক্লাব তাসে এই তিন ধরনের প্রতীক সর্বপ্রথম ব্যবহার শুরু হয় ষোড়শ শতকে। এক ফরাসি এই প্রতীক ব্যবহার করেন। অষ্টাদশ শতকের শেষে তাসের কার্ডের পুনঃনকশা করা হয়। তখনও কিং অব হার্টস-এর ছবিতে গোঁফ বাদ দেয়া হয়।

তাসের ৫২টি কার্ডের যখন নকশা করা হচ্ছিল, তখন ভুলবশত কিং অব হার্টস-এর ছবিতে রাজার গোঁফ দিতে ভুলে গিয়েছিলেন শিল্পী। তার পর থেকে কিং অব হার্টস-এর ছবিতে রাজা গোঁফ ছাড়াই রয়ে গিয়েছেন। সেটার পরিবর্তন করা হয়নি।

তবে ছবি বদল না করার পিছনেও নাকি একটি কাহিনী আছে। প্রচলিত, ফরাসি সম্রাট শার্লেমান নাকি দেখতে খুব সুন্দর ছিলেন। নিজের রূপের আলাদা পরিচিতির জন্য তিনি নাকি গোঁফ কেটে ফেলেছিলেন। ঘটনাচক্রে, সম্রাট শার্লেমানকে ‘কিং অব হার্টস’-এর ছবি উৎসর্গ করেই নাকি শিল্পী সেই ছবিতে পরে আর গোঁফ জোড়েননি। 

Exit mobile version