Site icon Jamuna Television

পাকিস্তানের জয় উদযাপন করায় স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি।

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় উদযাপনের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হয়েছে। দেশটির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হুশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানের জয় উদযাপনকারীদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হবে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, স্ত্রীর বিরুদ্ধে পাকিস্তানের জয় উদযাপনের অভিযোগে এফআইআর দায়ের করেছেন এক স্বামী। ঘটনাটি ঘটেছে যোগীরাজ্যেরই রামপুরে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় উদযাপনের অভিযোগে ওই ব্যক্তি নিজের স্ত্রীসহ অভিযোগ করেছেন শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে।

উত্তরপ্রদেশের রামপুরের আজিমনগরের বাসিন্দা ঈশান মিয়া। তার অভিযোগ, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের পর তার স্ত্রী রাবিয়া শামসি এবং রাবিয়ার মা-বাবা পটকা ফাটিয়ে এবং হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে উদযাপন করেছেন।

এই প্রসঙ্গে রামপুরের পুলিশ সুপার অঙ্কিত মিত্তল বলেছেন, ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে উপহাস করা হয়েছে বলে খবর পেয়েছি। এই মর্মেই এফআইআর হয়েছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে।

Exit mobile version