Site icon Jamuna Television

পরকীয়ার অপরাধে ইরানে প্রেমিক-প্রেমিকার মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত।

পরকীয়ার অভিযোগে ইরানে প্রেমিক- প্রেমিকাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত।

ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, ইরানের সুপ্রিম কোর্ট ২৭ বছরের বিবাহিত এক ব্যক্তি ও তার ৩৩ বছরের প্রেমিকাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ওই ব্যক্তির স্ত্রী তাকে ক্ষমা করলেও তার শ্বশুর মৃত্যুদণ্ড কার্যকরের পক্ষে অবস্থান নেয়ার কারণে আদালত তা গ্রহণ করে।

প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তির স্ত্রী তার স্বামীর এবং স্বামীর প্রেমিকার ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ভিডিও পুলিশের কাছে জমা দেয় এবং আদালতের কাছে এর বিচার দাবি করে। পরে আদালত মামলাটির তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে এই রায় প্রদান করেছে।

ইরানের আইন মোতাবেক, যদি কোনো ভিকটিমের পরিবার অপরাধীকে ক্ষমা করে দেয়, তাহলে সে মৃত্যুদণ্ড থেকে রেহাই বা কারাদণ্ড পেতে পারে।

উল্লেখ্য, গত বছর ইরানে শরীয়া আইনে ইরানে ২৪৬ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৯৭৯ সালের বিপ্লবের পর দেশটিতে ইসলামী শরিয়া আইনে ব্যভিচারের শাস্তি পাথর ছুড়ে মারা।

Exit mobile version